দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা পরিচিতি

এক নজরে মাদ্রাসা পরিচিতি

নাম : দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা

E-mail: darunnazat1990@gmail.com

অবস্থান :

ঢাকা মেট্রোপলিটন এলাকার ডেমরা থানাধীন ডি, এন, ডি প্রজেক্টের মধ্যে সারুলিয়া বাজার ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী স্থানে শুকুরসী গোরস্থান সংলগ্ন প্রায় তিন একর জমির উপর নৈসর্গিক মনোরম পরিবেশে মাদরাসাটির অবস্থান।

স্তরভিত্তিক প্রতিষ্ঠাকাল:

1ইবতেদায়ী (প্রাথমিক)০১ জুলাই ১৯৯০ ঈসায়ী
2দাখিল (মাধ্যমিক)০১ জানুয়ারী ১৯৯২ ঈসায়ী
3আলিম (উচ্চ মাধ্যমিক)০১ জুলাই ১৯৯৪ ঈসায়ী
4ফাযিল (স্নাতক) পাস০১ জুলাই ১৯৯৬ ঈসায়ী
5ফাযিল (স্নাতক) অনার্স০১ জুলাই ২০১০ ঈসায়ী
6কামিল (স্নাতকোত্তর) হাদিস০১ জুলাই ২০০৪ ঈসায়ী
7কামিল (স্নাতকোত্তর) ফিকহ০১ জুলাই ২০১৬ ঈসায়ী
8কামিল (স্নাতকোত্তর) তাফসির০১ জুলাই ২০১৮ ঈসায়ী
9কামিল (স্নাতকোত্তর) মাস্টার্স০১ জুলাই ২০১৭ ঈসায়ী

শিক্ষাস্তর ও বিভাগ:

 হাফেজী, ইবতেদায়ী, হাফিজে কুরআনদের জন্য তাখসীসী জামায়াত, দাখিল (সাধারণ ও বিজ্ঞান), আলিম (সাধারণ ও বিজ্ঞান), ফাযিল বি.এ. (পাস কোর্স), ফাযিল বি. এ. অনার্স ইন আল কুরআন এ্যান্ড ইসলামিক স্টাডিজ ও আল হাদীস এ্যান্ড ইসলামিক স্টাডিজ, কামিল এম. এ. (হাদীস) ২ বছর মেয়াদী।

শাখা প্রতিষ্ঠানঃ

  • * তাখসীসি শাখা
  • * দারুননাজাত মহিলা মাদরাসা
  • * নেছারিয়া হেফজ খানা
  • * ছালেহিয়া এতিমখানা

লক্ষ্য-উদ্দেশ্য: আমলদার ও কিতাবী আলেম তথা হক্কানী-রব্বানী আলেম তৈরির মাধ্যমে সৎ ও দক্ষ নাগরিক গঠন করা।

বৈশিষ্ট্য: সুন্নাতে নববীর পূর্ণ অনুসরণ, দলীয় রাজনীতিমুক্ত পরিবেশ, মাদরাসা শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয়, পরিকল্পিত ও যুগোপযোগী ব্যবস্থাপনা।

শিক্ষক-কর্মচারী: ১৩৪ জন

ছাত্র সংখ্যা: প্রায় সাড়ে ছয় হাজার

একাডেমিক ভবন:সুবিশাল পাঁচ তলা অত্যাধুনিক একাডেমিক ভবন

গ্রন্থাগার : ইন্টারনেট সুবিধাসহ ৩০টি বিষয়ের ১৫০০০ এর অধিক পুস্তক সমৃদ্ধ গ্রন্থাগার।

ছাত্রাবাস ভবন:২ টি ছয়তলা ও ২টি পাঁচতলা ভবনসহ অন্যান্য মোট ১৪টি

আ.খ.ম. আবুবকর সিদ্দীক
বি.এ. (অনার্স), এম.এ. (ঢাকা বিশ্ববিদ্যালয়); এম.এম. (১ম শ্রেণি)

বর্তমান সভাপতি: জেলা প্রশাসক, ঢাকা
.

অবস্থান :ঢাকা মেট্রোপলিটন এলাকার ডেমরা থানাধীন ডি. এন. ডি. প্রজেক্টের ভিতরে সারুলিয়া বাজার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী স্থানে শুকুরসী গোরস্থান সংলগ্ন প্রায় তিন একর জমির ওপর নৈসর্গিক মনোরম পরিবেশে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অবস্থান।

১৯৮৮ সালে করিম জুট মিলস লি. এর পেশ ইমাম আলহাজ্ব মাওলানা রুহুল আমীন সাহেবের নেতৃত্বে এলাকার ১৮ জন বিশিষ্ট ব্যক্তি হজ্বব্রত পালনের জন্য মক্কা শরীফ গমন করেন এবং হজ্বব্রত পালন শেষে কাবা শরীফের চত্বরে বসে শুরুরসী গোরস্থানের পাশে একটি দ্বীনি মাদরাসা প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেন। মদীনা শরীফে গিয়েও তারা মাদরাসার জন্য দোয়া করেন। অতঃপর পরিকল্পনা মোতাবেক ১৯৮৯ সালের সেপ্টেম্বর মাসে ফুরফুরার মুজাদ্দিদে জামান হযরত মাওলানা আবু বকর সিদ্দীকি আল কুরাইশী রহ. এর নাতী পীরে কামেল আলহাজ্ব মাওলানা আবুল আনসার মুহাম্মাদ আব্দুল কাহ্হার সিদ্দীকি রহ. মুজাদ্দিদে জামানের নামের সাথে মিলিয়ে নামকরণ করে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেই থেকে শুরু হয় এ মাদরাসার অবিরাম পথ চলা।