সময়োপযোগী প্রোগ্রামসমূহ
ইঞ্জিনিয়ারিং + Biology এডমিশন প্রোগ্রাম 2024 (অফলাইন)
৮ম শ্রেণি একাডেমিক প্রোগ্রাম ২০২৪
অবাক করা সাফল্যগাঁথা
২০২২ BUET ভর্তি পরীক্ষায় প্রথম ১০০ জন-এ ১০০ জন সহ ১৩০৯ আসনের মধ্যে উদ্ভাস থেকে চান্স পেয়েছে ১২৮৭
২০২২ মেডিকেল ভর্তি পরীক্ষায় উন্মেষ থেকে মেডিকেলে প্রথম ২০ এ ১৮ জন এবং DMC-তে ২০৯ জন সহ সর্বমোট ৩৫৪৬ জন শিক্ষার্থীর ঈর্ষণীয় সাফল্য!
২০২২ ঢাবি ‘ক’ ভর্তি পরীক্ষায় প্রথম ১০ এ ১০ জন সহ ১৮৫১ আসনের মধ্যে উদ্ভাস থেকে চান্স পেয়েছে সর্বমোট ১৭৫০+ জন
২০২২ ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম ১০ এ ১০ জন সহ ৩২৩১ আসনের মধ্যে উদ্ভাস থেকে চান্স পেয়েছে সর্বমোট ৩১৫০+ জন
সফল যারা, কেমন তারা?
শাফিন আহমেদ
ভর্তি পরীক্ষা: ২০২২-২৩
BUET ১ম
আমি প্রথম থেকেই ব্যালেন্স করে পড়ালেখা করার চেষ্টা করতাম। রুটিন করে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতাম। প্রতিটি টপিক গভীরভাবে পড়ার পাশাপাশি বেশি বেশি পরীক্ষাও দিতাম। আমার মনে হয় ভর্তি পরীক্ষায় সফল হতে এমন ধারাবাহিক পড়ালেখার কোনো বিকল্প নেই। তাই ভর্তি পরীক্ষায় সফল হতে অনুজদের জন্য পরামর্শ হলো- শুরু থেকেই এডমিশন টার্গেট করে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখো এবং রেগুলার চর্চার মাধ্যমে প্রস্তুতিকে শাণিত রাখো। ইনশাআল্লাহ্, সফলতা আসবেই।
আহমেদ ইয়ামিন ফাইয়াজ
ভর্তি পরীক্ষা: ২০২২-২৩
BUET ২য়
আমি বোর্ড পরীক্ষার আগে থেকেই উদ্ভাস এর সাথে এডমিশন প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম। তখন থেকেই নিয়মিত ক্লাস ও পরীক্ষা দিতাম। ভর্তি প্রস্তুতিতে উদ্ভাস এর পরীক্ষাগুলোতে নিয়মিত ভালো রেজাল্ট হওয়ায় অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলাম। পরীক্ষাগুলোর মাধ্যমেই মূল ভর্তি পরীক্ষা কীভাবে দিতে হয় সেই স্ট্র্যাটেজি আত্মস্থ করতে পেরেছি। তাই আমি মনে করি, ভর্তি পরীক্ষায় সফল হতে বোর্ড পরীক্ষার আগে থেকেই এডমিশনের জন্য টার্গেট সেট করে পড়া এবং বেশি বেশি পরীক্ষা দিয়ে দৃঢ় প্রস্তুতি নেওয়া জরুরি।
মুহাসিনা আশরাফ
ভর্তি পরীক্ষা: ২০২২-২৩
BUET ৩য়
এডমিশনকে টার্গেট করে প্রতিটি টপিকের খুঁটিনাটি বিষয়গুলো সহ পড়ার চেষ্টা করতাম। আর বেশি বেশি বিগত পরীক্ষাগুলোর প্রশ্ন সমাধান করতাম। এছাড়া উদ্ভাস-এ প্রতিটি ক্লাস শেষে আগের দিনের ক্লাসের উপর পরীক্ষা দিতাম, তাই প্রতিটি অধ্যায়ের পরিপূর্ণ প্রস্তুতি গুছিয়ে সম্পন্ন করতে পেরেছি। আমার মতে, ভর্তি পরীক্ষায় নিজেকে এগিয়ে রাখতে বোর্ড পরীক্ষার জন্য অপেক্ষা না করে পূর্বে থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন। কেননা এতে এডমিশন জার্নিটা অনেক সহজতর হয়।
অনন্য সব সেবা পরিক্রমা
অফলাইন/অনলাইন প্রোগ্রাম
মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক
মানসম্মত স্টাডি ম্যাটেরিয়ালস
কনসেপ্ট বেইজড ক্লাস
দেশব্যাপী-২০২৩
সকল শাখায় সমান সেবা
দেশব্যাপী উদ্ভাস-উন্মেষ এর সকল শাখায় সমান সেবা প্রদান করা হয়। অভিন্ন প্রশ্নপত্রে সকল শাখায় পরীক্ষা নেওয়া হয়। সকল উত্তরপত্র মূল্যায়ন করা হয় এক জায়গা থেকে এবং একই Solve Sheet সকল শিক্ষার্থীকে প্রদান করা হয়। একই টিচার সকল শাখায় ঘুরে ঘুরে ক্লাস নিয়ে থাকেন। অনলাইন Software-এর মাধ্যমে সকল শিক্ষার্থীর মেধাতালিকা প্রণয়ন করা হয়। ফলে একজন শিক্ষার্থী উদ্ভাস-উন্মেষ এর যেকোনো শাখা থেকে পরীক্ষা দিয়েই দেশব্যাপী সকল শিক্ষার্থীর মধ্যে নিজের অবস্থান সম্পর্কে জানতে পারে।
যেমনই হোক পরিস্থিতি
থেমে থাকবে না প্রস্তুতি
নিজস্ব সফট্ওয়্যার টিমের সার্বক্ষণিক তত্ত্বাবধানে উদ্ভাস-উন্মেষ এর রয়েছে দেশসেরা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম (online.udvash-unmesh.com)। কোভিড-১৯ মহামারী অথবা যেকোনো সরকারি বিধি-নিষেধের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে সকল কার্যক্রম অনলাইনে চলমান থাকবে। ফলে শিক্ষার্থীদের ধারাবাহিক প্রস্তুতিতে কোনো প্রকার বিঘ্ন ঘটবে না। ২০২১ সালের বিভিন্ন ভর্তি পরীক্ষায় উদ্ভাস-উন্মেষ এর শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্যই তার উৎকৃষ্ট প্রমাণ। উল্লেখ্য যে, অনলাইনেও শিক্ষার্থীদের সুষম প্রস্তুতি নিশ্চিতকরণে MCQ পরীক্ষার পাশাপাশি বাংলাদেশে একমাত্র উদ্ভাস উন্মেষ-ই অফলাইনে Written পরীক্ষার অনুরূপ অনলাইনে Written পরীক্ষা নিয়ে থাকে।