ভবিষ্যত পরিকল্পনা

মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়কে একটি সমৃদ্ধ, উন্নত ও আদর্শ বিদ্যাপীঠে উন্নিত করতে আমাদের রয়েছে সুদূর প্রসারী কিছু পরিকল্পনা।বিদ্যালয়টিতে একাদশ শ্রেণি চালু করে কলেজে রূপান্তর করার চিন্তা আমাদের রয়েছে।নিয়মিত সাপ্তাহিক,পাক্ষিক ও মাসিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মান উন্নয়ন।আধুনিকতার সাথে তাল মেলাতে বিজয়নগরের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে আমরা এডো-স্মার্ট সফটওয়্যারের সাথে আমরা যুক্ত হয়েছি।বিদ্যালয়ের দাপ্তরিক এবং একাডেমিক অনেক কার্যক্রম এই সফটওয়ারের মাধ্যমেই পরিচালিত হবে।শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য খুব শীঘ্রই চালু করা হবে ডিজিটাল হাজিরা।বিদ্যালয়ের নিয়ম শৃংখলা রক্ষার জন্য কঠোরভাবে স্কাউট ও গার্লস গাইড প্রশিক্ষণ দেওয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শ্রেণিকার্যক্রম পরিচালনার জন্য একাধিক মাল্টিমিডিয়া ক্লাশ-রুম স্থাপন করে শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি করা। এসএসসি পরীক্ষার কেন্দ্র পুনঃস্থাপনসহ আরো অনেক যুগান্তকারী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়কে উপজেলা এবং জেলা পর্যায়ে অপ্রতিদ্বন্দ্বি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

More Links

link-1 link-2 link-3 link-4 link-5 link-6

Contact us

  • Cell: 01717452764
  • E-Mail: webbazarbd24@gmail.com
facebook twitter youtube flickr

© All Rights Reserved by Paura Secondary School, Narail, 2015-2025.

Technical Support:   Web Bazar BD.

Chat