আমাদের সফলতা

মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শিক্ষার সুষ্ঠ পরিবেশ অদ্যবধি বজায় রয়েছে। সাফল্যের ধারাবাহিকতার প্রথম যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার কেন্দ্র চালুর মাধ্যমে। ১৯৮৬ সনে  প্রথম SSC এর পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হলেও ২০০১ সাল থেকে নিয়মিত ভাবে বিজয়নগর উপজেলার JSC ও SSC পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
একাডেমিক কাউন্সিল, পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি, ইন্টার্নাল অডিট কমিটি এবং বিভিন্ন এক্সট্রা একাডেমিক কমিটির মাধ্যমে সুদৃঢ় প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের বিভিন্ন ক্লাবের কার্যক্রম চালু রয়েছে। ইংরেজি ভাষায় গ্রামের শিক্ষার্থীদেরকে দক্ষ করার জন্য আমাদের রয়েছে বালক এবং বালিকাদের পৃথক ল্যাংগুয়েজ ক্লাব।

বিতর্ক প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীদের উপজেলা এবং জেলা পর্যায়ে সুনাম রয়েছে। ২০২৪ সালের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় আমাদের মেয়েরা উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করে।
আমাদের বিজ্ঞান ক্লাবের শিক্ষার্থীদের সফলতা আরো এক ধাপ এগিয়ে। প্রায় প্রতি বছরই জাতীয়  শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে।
শিক্ষা ক্ষেত্রে  অনবদ্য অবদান রাখার জন্য মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় ১৯৮৯, ১৯৯৪ এবং ২০২১ সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করে।
তাছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ-১৯৯৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুরস্কার লাভ করেন।
JSC ও SSC পরীক্ষার ফালাফলের সফলতায় ও এই বিদ্যালয়টি অনন্য। প্রায় প্রতিবছরই উপজেলার সেরা তিন ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানের তালিকায় এই বিদ্যালয়ের নাম অন্তর্ভূক্ত  থাকে।

More Links

link-1 link-2 link-3 link-4 link-5 link-6

Contact us

  • Cell: 01717452764
  • E-Mail: webbazarbd24@gmail.com
facebook twitter youtube flickr

© All Rights Reserved by Paura Secondary School, Narail, 2015-2025.

Technical Support:   Web Bazar BD.

Chat